একটি বাড়ী একটি খামার প্রকল্প
বিআরডিবি
নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রকল্প অগ্রগতির বিবরণ
১। ইউনিয়ন অর্ন্তভূক্তি ঃ- ৪টি জোড্ডা,পেড়িয়া,মৌকরা এবং ঢালুয়া ।
২। গ্রাম অর্ন্তভূক্তি ঃ- ২০টি প্রতি ইউনিয়নের ৫টি করে গ্রাম অর্ন্তভূক্ত করা হয়েছে।
৩। সদস্য/সদস্যা অর্ন্তভূক্ত ঃ- ক) প্রতি গ্রামে ৬০জন সুফলভোগী নির্বাচন করে মোট ৬০×২০=১২০০জন
সদস্য/সদস্যা সুফলভোগী হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে।
খ) প্রতি গ্রামে ৬০জন সদস্য/সদস্যা নিয়ে সার্বিক গ্রাম উন্নয়ন দল গঠন করা হয়েছে।
৪। নিজস্ব পুঁজি গঠন ঃ- সদস্য/সদস্যাগন সপ্তাহে ১০টাকা হারে মাসে ৫০টাকা করে সঞ্চয় আমানত জমা করেন।
সদস্য/ সদস্যাগনের পাস বহিতে লিখে দিয়ে সঞ্চয় আমানত জমা হয়। আদায় কৃত টাকা
সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির নিজস্ব ব্যাংক হিসাবে জমা করা হয়। এ পর্যন্ত সঞ্চয়
আমানত জমা হয়েছে ২,০০,০০০০/-টাকা।
৫। সম্পদ সহায়তা ঃ- সমিতির গ্রামের ১২০০জন সুফলভোগীর মাঝে এ পর্যন্ত
1. ১০০জনকে ২০,০০০/-টাকা মূল্যের গাভী/বকনা সম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।
2. ৪৪ জনকে ১০,০০০/-টাকা মূল্যের টিন সম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।
3. ৩০ জনকে ৫,০০০/- টাকা মূল্যের হাঁস-মুরগী সম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।
4. ৯০ জনকে ১,০০০/- টাকা মূল্যের গাছের চারা সম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।
5. ১২০ জনকে ১,০০০/- টাকা মূল্যের সবজী চাষ সম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।
৬। বৃক্ষ রোপন ঃ- প্রতিটি সার্বিক গ্রাম উন্নয়ন দলের সদস্য/সদস্যাদের মাঝে ৩০০টি করে গাছের চারা
বিতরণ করা হয়েছে। সর্বমোট প্রায় ৬০০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
৭। ঋণ সহায়তা ঃ- ২০টি সার্বিক গ্রাম উন্নয়ন দলের ব্যাংক হিসাবে ৭,২৭,০০০/- টাকা ঋণ তহবিল প্রদান
করা হয়েছে।
৮। প্রশিক্ষণ ঃ- ১। এ পর্যন্ত ৯০ জনকে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
৯। পরিকল্পনা ঃ- ১। ভবিষ্যতে আরও সম্পদ সহায়তা প্রদান করা হবে।
২। সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্য/সদস্যাদের বাড়ীকে অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে
বিবেচনায় এনে প্রত্যেকের বাড়ীকে এক একটি ছোট খামারে রূপান্তর করা হবে।
৩। প্রতি ওয়ার্ডে আরও ২টি করে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হবে।
৪। সমিতির সদস্য/সদস্যাদের কর্ম ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনায় আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS